খেলা

ইরানি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

<![CDATA[

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (১৪ ডিসেম্বর) ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া পোস্টে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এমন দাবি করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

কিয়েভের মেয়র জানান, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। বিস্তারিত তাৎক্ষণিভাবে জানা সম্ভব হয়নি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোর হওয়ার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওলেক্সি গনচারেঙ্কো নামে এক রাজনীতিক জানিয়েছেন, তিনি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। তিনি আরও বলেন, অ্যালার্ম ঘড়ির বদলে বিস্ফোরণের শব্দে লোকজন ঘুম থেকে জেগে ওঠে।

রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে কদিন আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা ইউক্রেনসহ সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এর মধ্যেই বুধবার ১০ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করলো ইউক্রেন।

আরও পড়ুন: ইরানে ৪০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। ওয়াশিংটন দাবি করেছে, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহ করছে তা স্পষ্ট এবং এর যথেষ্ট প্রমাণ রয়েছে।

অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থা্পনা গুঁড়িয়ে দেয়াই তাদের হামলার উদ্দেশ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, ইউক্রেনের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্প উদ্যোগ এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিতে দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে ৪০ বছরের পুরোনো গোলা ব্যবহার করছে রাশিয়া

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!