খেলা

ইরানে আরও চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

<![CDATA[

ইরানের ‘বিপ্লবী’ আদালত আরও চার বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। বুধবার (১৬ নভেম্বর) এই খবর জানিয়েছে বিবিসি।

আদালতের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, চার মৃত্যুদণ্ডপ্রাপ্তের মধ্যে একজন তার গাড়ি দিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছিল। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি রাস্তা অবরোধ করে সন্ত্রাস কর্মকাণ্ড শুরু করে এবং চতুর্থ ব্যক্তি ছুরিকাঘাত করেছিল।

ইরানে বিগত তিন মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এর আগে এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এখন পর্যন্ত ইরানে পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া হলো। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়ার নিন্দা জানিয়ে মানবাধিকারকর্মীরা বলছেন, এসব দণ্ড ‘অন্যায়’ বিচারের ফলমাত্র।

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ সংশ্লিষ্ট মামলায় প্রথম মৃত্যুদণ্ড

নরওয়েভিত্তিক ইরান মানবাধিকার সংস্থার পরিচালক মাহমুদ আমিরির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, জিজ্ঞাসাবাদের সময় বিক্ষোভকারীদের কোনো আইনজীবী দেয়া হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে তদের এ দণ্ড দেয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজন বিক্ষোভকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে মানবাধিকারকর্মীদের ধারণা এই পাঁচ ব্যক্তি হলেন– মোহাম্মদ গোবাদলৌ, মেহমান নাভাস, সিদরাত মাদানি, মোহাম্মদ বোরোঘানি এবং সাহান্দ নূর মোহাম্মদ।

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বাইডেন-রাইসির

ইরানবিষয়ক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরও ১৫ হাজার ৯০০ জন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!