ইলন মাস্কের প্রেমপত্র নিলামে তুললেন প্রেমিকা!
<![CDATA[
নব্বই দশকে ইলন মাস্কের প্রেমের কাহিনী প্রকাশ্যে এনেছেন জেনিফার গোয়েন নামের এক তরুণী। ফাঁস করেছেন ইলনের লেখা প্রেমপত্র আর উপহারও।
প্রাক্তন এই প্রেমিকার দাবি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার সময় দুজন দুজনের প্রেমে মজেছিলেন তারা।
আরও পড়ুন: এমি অ্যাওয়ার্ড পেলেন ‘স্কুইড গেম’ সিরিজের নায়ক
১৯৯৪ সালের সেই প্রেমের সম্পর্কের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেছে। তবুও সেই সুখস্মৃতিগুলো এখনও যত্নে আগলে রেখেছেন জেনিফার।
তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট— সবই নিলামে তুললেন তিনি।
নিলামের প্রেমের সব স্মৃতির মধ্যে ইলনের প্রেমপত্রের নিলাম দামই সবচেয়ে বেশি উঠেছে। যার মূল্য ১২ হাজার ডলারেরও বেশি।
আরও পড়ুন: মার্ভেলে আবার নক্ষত্র পতন, ফিরবে না থর!
প্রাক্তন প্রেমিকাকে একটি সোনার লকেট উপহারও দিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ডলার। সে সময়ের দুজনের তোলা প্রিয় মুহূর্তের একটি ছবির দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি।
সূত্র: আনন্দবাজার
]]>




