ইসরাইলে ৮০ হাজার মানুষের সরকারবিরোধী বিক্ষোভ
<![CDATA[
ইসরাইলে সদ্য গঠিত কট্টর ডানপন্থি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অন্তত ৮০ হাজার মানুষ। দেশটির সরকার কর্তৃক বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শনিবার (১৪ জানুয়ারি) রাতে এ মিছিল অনুষ্ঠিত হয়। সরকারের পরিকল্পনা বাস্তাবায়িত হলে দেশটির পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়কে অনেক সহজে বদলে দিতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট সরকার সম্প্রতি দেশটির বিচারবিভাগে বেশকিছু সংস্কার আনার পরিকল্পনা করে। এই সংস্কার সাধিত হলে, পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায় বদলে দেয়ার অধিকার লাভ করবে।
সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে আসে ৮০ হাজার মানুষ। তেল আবিব ছাড়াও জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং বন্দরনগরী হাইফায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর আঘাত বলে আখ্যায়িত করেছেন।
আরও পড়ুন: নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার ইসরাইলির বিক্ষোভ
আন্দোলনকারীরা সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন মিছিলে। নেতানিয়াহু সরকারের প্রতি নিন্দাসূচক বাক্যও লেখা ছিল আন্দোলনকারীদের ব্যানার-প্ল্যাকার্ডে। একপর্যায়ে তেল আবিবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
এদিকে ইসরাইলি সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির বিভিন্ন স্তরের নাগরিক-বুদ্ধিজীবী এবং অধিকারকর্মীরা। দেশটির প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলও সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা পঙ্গু হয়ে যাবে, দুর্নীতি বাড়বে, সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে এবং সর্বোপরি আদালতের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে।
]]>