বিনোদন

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশনস ক্লাবের উদ্যোগে সামিট

<![CDATA[

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশনস ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট ২০২২’। ১২টি দলের অংশগ্রহণে সম্প্রতি এ সামিট অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই সামিটের প্রথম দিনে ছিল একটি গ্রুমিং সেশন। যেখানে প্রত্যেককে ধারণা দেয়া হয় কীভাবে তারা নিজেদের আইডিয়াগুলো আরও ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ ছাড়াও তাদের ধারণা দেয়া হয় কীভাবে একটি ব্যবসার আইডিয়াকে সুন্দর এবং সাবলীল করা যায়। গ্রুমিং সেশনটি পরিচালনা করেন ব্র্যান্ড বুকস-এর সিইও ইঞ্জিনিয়ার রুহুল করিম।

এ ছাড়াও এদিন একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে অংশ নেন ব্র্যান্ড বুকস-এর সিও ইঞ্জিনিয়ার রুহুল করিম ও ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড গ্রোথ মার্কেটিং কনসালট্যান্ট সানজিদ হোসাইন। এই সেমিনারে অংশগ্রহণকারীরা শেখে যে কীভাবে ব্যবসা চালাতে হয়, কী কী বিষয়ে খেয়াল রাখতে হয় এবং কী কী নতুনত্ব নিয়ে আসা যায় তাদের ব্যবসার ক্ষেত্রে। এ ছাড়াও তাদের আইডিয়া উপস্থাপন করার জন্য ধারণা দেয়া হয়।

দ্বিতীয় দিনে শুরু হয় অংশগ্রহণকারীদের ড্রাফট পিচিং এর মাধ্যমে। যেখানে অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের আইডিয়াগুলো প্রেজেন্টেশন স্লাইড এর মাধ্যমে উপস্থাপন করেন। প্রতিটি অংশগ্রহণকারী দল তাদের আইডিয়াগুলোর দৃষ্টিভঙ্গি এবং তাদের ব্যবসার মডেল উপস্থাপন করেন। প্রতিটি দলের জন্যে সময় বরাদ্দ ছিলো ৫ মিনিট করে। এই সেশনের বিচারক হিসেবে ছিলেন ডিজিটাল ট্রান্সফর্মেশন এন্ড গ্রোথ মার্কেটিং কনসাল্টেন্ট সানজিদ হোসাইন, বাংলাদেশ ব্যাট এর লিড স্টাটেজি স্পেশালিস্ট রিফাত মাহমুদ ও ফাবল্যাব অপারেশন্স এর ম্যানেজার কনসালটেন্ট আবুল কালাম আহসানুল আজাদ। এরপর আরেকটি গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়। গ্রুমিং সেশন শেষে প্রতিটি অংশগ্রহণকারী দলকে একটি করে কেস দেয়া হয় সমাধানের জন্যে।

আরও পড়ুন: বাংলাদেশ গ্লকোমা সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত

সামিটের তৃতীয় দিন শুরু হয় অংশগ্রহণকারীদের ফাইনাল ড্রাফট পিচিং এর মাধ্যমে। এখানে অংশগ্রহণকারীরা পূর্বের দিনে দেয়া কেস সলভ করে উপস্থাপন করেন বিচারকদের সামনে। এই উপস্থাপনার জন্যে প্রতিটি দলকে ১০ মিনিট সময় দেয়া হয়। এ সময় বিচারক হিসেবে ছিলেন ডিজিটাল ট্রান্সফর্মেশন এন্ড গ্রোথ মার্কেটিং কনসাল্টেন্ট সানজিদ হোসাইন, ইনোভেশন ডিজাইন এন্ড ইন্টাপ্রেনারশিপ অ্যাকাডেমির হেড অফ অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী, আইসিটি ডিভিশনের আইডিয়া এবং জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট ডিরেক্টর আলতাফ হোসাইন।

ফাইনাল প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে বিজয়ী ৩ দলের নাম ঘোষণা করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।

এই ইভেন্ট এর দ্বিতীয় রানার আপ হয় ‘Team Airbus’, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে। তারা জিতে যায় ৪ হাজার টাকার প্রাইজমানি এবং সার্টিফিকেট। প্রথম রানার আপ হয় ‘Team Tresco’, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারা অর্জন করে ৬ হাজার টাকার প্রাইজমানি এবং সার্টিফিকেট। তাদের আইডিয়া ছিলো ‘Urban Farming with IOT Based Technology’. এবং ‘National Entrepreneurship Summit 2022’ এর চ্যাম্পিয়ন হয় ‘Team Headgrunner’, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তারা জিতে নেই ১০ হাজার টাকার প্রাইজমানি এবং সার্টিফিকেট। তাদের আইডিয়া ছিলো ‘লাটিম-সেরা গেম সেরা মূল্যে’, যা মূলত বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিকে ফোকাস করে বানানো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!