বিনোদন

ঈদে মিলাদুন্নবীতে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

<![CDATA[

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাদের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, মহানবী মুহাম্মদ বিশ্ববাসীকে দয়া, সরলতা ও মানবতার সেবার বার্তা দিয়ে গেছেন। তার বার্তা আমাদের প্রত্যেককে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, আমরা যেন হযরত মুহাম্মদের জীবন থেকে অনুপ্রেরণা পেতে পারি এবং পারস্পরিক সম্প্রীতিতে বসবাস করে আমাদের দেশের অগ্রগতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করতে পারি।

তিনি তার দেশের নাগরিকদের, বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

মোদি টুইট বার্তায় বলেছেন, মিলাদুন্নবী উপলক্ষে সকলকে শুভেচ্ছা। ঈদে মিলাদুন্নবী আমাদের সমাজে শান্তি, ঐক্য এবং সহানুভূতির চেতনাকে আরও বাড়িয়ে তুলুক।

৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন মুসলমানদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই মহানবী (স.) দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে পালিত হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!