উত্তরায় পোশাক কারখানায় ককটেল বিস্ফোরণ
<![CDATA[
রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরে একটি তৈরি পোশাক কারখানার কার্যালয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের ২০ নম্বর বাসার তৃতীয় তলার ওই পোশাক কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এ ঘটনায় ভবনের তত্ত্বাবধায়ক হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে।
ওসি বলেন, ফ্যাশন ভিলেজ হাউস নামের ওই পোশাক কারখানার রান্নাঘরে ককটেলগুলো বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। এ নিয়ে হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, ২০১২ সাল থেকে ভবনটির তৃতীয় তলার ২/বি ফ্ল্যাটটি ফাইজুল হক লিটু নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে সেখানে স্টকের লটের ব্যবসা পরিচালনা করে আসছিল। পাশাপাশি রিয়াদ নামের তার এক ভাই ফ্ল্যাটটিতে আরও একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
আরও পড়ুন: ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ হয়। এ সময় আশপাশের মানুষজন ওই ভবনের তৃতীয় তলার ২/বি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন। আশপাশের মানুষজনের মধ্যে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ধারণা করছে, বায়িং হাউসের কার্যালয়ে ককটেল বানিয়ে মজুত করা হচ্ছিল। তবে কারা এ কাজ করেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মহসীন।
]]>