উত্তরা ব্যাংকের উদ্যোগে ফেনী শিশু নিকেতন বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা
মো: মিজানুর রহমান (পলাশ),
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে উত্তরা ব্যাংক পি.এল.সি ফেনী শাখা। ফেনী শিশু নিকেতন কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিদ্যালয়টির অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ফেনী শাখা ব্যাবস্থাপক মো: সাজ্জাদ হোসেন । বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পি.এল.সি এর উপমহাব্যাবস্থাপক, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মো: জাহাঙ্গীর আলম । এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী শিশু নিকেতন কালেক্টরেট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা লায়লা আরজুমান এবং আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ফেনী শাখা ব্যাবস্থাপক মো: সাজ্জাদ হোসেন ও সিনিয়র অফিসার মুশরিফ হাসান প্রমুখ।
বক্তব্যে প্রধান অতিথি জনাব মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘শাখা-উপশাখায় দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক উত্তরা ব্যাংক পি.এল.সি সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান।’ এ সময় আলোচনায় ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে বিশেষ অতিথি প্রধান শিক্ষক জনাবা লায়লা আরজুমান বলেন, আর্থিক সাক্ষরতা বিষয় ও নারীর অধিকার সম্পর্কে সম্মক ধারনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনে সাফল্য লাভ করতে যথাযথ ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের ফেনী শাখা ব্যাবস্থাপক মো: সাজ্জাদ হোসেন ।
উত্তরা ব্যাংক পি.এল.সি ব্যাংক ফেনীসহ সারা দেশব্যাপী অন্তর্ভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে যার মাধ্যমে দেশর শিক্ষার্থী,ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং আপামর সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে।