উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা বিভাগে বিজয়ী হলেন যারা
<![CDATA[
খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ ও উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর ) বিভাগের একটি উপজেলায় উপ নির্বাচন, সাতটি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও তিনটি ইউনিয়ন পরিষদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অধিকাংশ স্থানে।
খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয় উপ নির্বাচন। এ পৌরসভার নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রার্থী বাবুল আক্তার। এই জেলার সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন।
এর মধ্যে জিয়ারথী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রফেসর মো. শাহজাহান আলী বিশ্বাস, কাঞ্চনপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্তর প্রার্থী আনিসুর রহমান ঝন্টু, একই জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এনামুল হক বাবলু ও একই উপজেলার ধুবইল ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান মামুন।
নড়াইলের দু’টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। এ দুটি উপজেলা হলো কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন ও পাঁচগ্রাম ইউনিয়ন। এর মধ্যে পাঁচগ্রাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম। আর পেড়লি ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো. জারজীদ মোল্লা।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্বাচনী সংঘর্ষে তিন যুবক গুলিবিদ্ধ
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় উপ নির্বাচন। এখানে নৌকা প্রতীকের প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস পেয়েছেন ৩০০ ভোট।
যশোরের সদর উপজেলার আরবপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। বাগেরহাট সদরের উপজেলার রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম ফরাজি নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের মোল্লারহাটের উদয়পুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস সাইফুল ইসলাম।
]]>




