খেলা

উপহার পেল প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেয়া কোটালীপাড়ার শিশুরা

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেয়া ৭ নবজাতককে উপহারসামগ্রী দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলু হাজরা।

উপহারসামগ্রী পাওয়া সব নবজাতক বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে জন্মগ্রহণ করে।

শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে গিয়ে এসব নবজাতকের মায়েদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে তামিমের স্ট্যাটাস

এ সময় নবজাতকদের পোশাক, টিস্যু, দুধ, স্যাভলন, ফিডারসহ নানা ধরনের উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ ছাড়াও শিশুদের মায়েদের হাতে বিভিন্ন প্রকার ফল ও নগদ অর্থ তুলে দেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা তপু তালুকদার, চঞ্চল শেখ ও পলাশ হাজরা প্রমুখ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ মাউশির

উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বিদ্যুৎ রায়ের স্ত্রী দিপু বৈদ্য বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপজেলার মুনা ক্লিনিকে আমার একটি পুত্রসন্তান হয়েছে। খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলু হাজরা আমার সন্তানকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দিয়েছেন।

এ ব্যাপারে বাবলু হাজরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেয়া শিশুদের উপহারসামগ্রী দিয়েছি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!