এই শীতে পাখা মেলবে দেব-মিঠুনের ‘প্রজাপতি’
<![CDATA[
টালিউড হার্টথ্রব দেব ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রজাপতি’। এই সিনেমার মধ্য দিয়ে আবারও দর্শক দেখতে পাবেন দেব ও মিঠুন জুটিকে।
সদ্য মুক্তি পেল সিনেমার ফার্স্টলুক পোস্টার। আর পোস্টার প্রকাশ অনুষ্ঠানে দেব বললেন, মানুষের ‘টনিক’ সিনেমা যত ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লাগবে প্রজাপতি।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন। নন্দনে পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, মমতা শংকর , কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অতনু রায় চৌধুরী, অভিজিৎ সেন প্রমুখ। দেব ও অতনু রায়চৌধুরী জুটির ছবি ‘সিনেমা’ ছিল গত বছরের ক্রিসমাসের সিনেমা। এই বছর দেব ও অভিজিৎ পর্দায় প্রজাপতি নিয়ে হাজির হচ্ছেন। ‘টনিক’ সিনেমার সাফল্য এই সিনেমা ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: ‘পুষ্পা ২’-তে ভিলেন যিশু!
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং বেঙ্গল টকিজ-এর যৌথ প্রযোজনায় তৈরি ‘প্রজাপতি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৩ ডিসেম্বর।
]]>




