খেলা

একটি শর্তেই বেশি বেশি ছবি বানাবেন ‘টাইটানিক’ খ্যাত জেমস!

<![CDATA[

হলিউড ইন্ডাস্ট্রিতে সফল এক পরিচালকের নাম জেমস ক্যামেরন। তার পরিচালনায় ছবি দেখার জন্য দর্শকরা প্রতিবারই উৎসুক হয়ে থাকে। এর কারণ হলো জেমস ক্যামেরনের ছবি মানেই হলো নতুন ধামাকা।

মূলত জেমসের ছবিগুলোর  নির্মাণশৈলী অন্য ছবি থেকে একেবারে ভিন্নমাত্রার হয়ে থাকে। যার কারণে দর্শকের মধ্যে তার ছবি দেখার আগ্রহ অনেক বেশি থাকে।

যে কোনো ছবি নির্মাণের আগে জেমস গভীর চিন্তাভাবনা করে সিনেমা তৈরির কাজে হাত লাগান। এ কারণে তার পরিচালনায় একটি ছবির পর আরেকটি ছবি পেতে দর্শকের অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়।

আরও পড়ুন: জোকার ছবির সিক্যুয়ালে লেডি গাগা!

সম্প্রতি তিনি আমেরিকার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, অ্যাভাটার ৩ সিনেমার সবকিছু রেডি। প্রযোজক দলও একদম ঠিকঠাক এগোচ্ছে। এইভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে তিন নম্বর ‘অ্যাভাটার’ বানিয়ে ফেলব।

এরপরই তিনি তার শর্তের কথা জানান। দীর্ঘ বিরতিতে ছবি তৈরির কারণও বলেন। তিনি মনে করেন, ছবি তৈরির পাশাপাশি ব্যবসায়িক দিকও চিন্তা করার বিষয় রয়েছে।

যদি ছবির ব্যবসায়িক সফলতা নিশ্চিত করা যায় তবে অনেক ছবিই তৈরি করে দর্শকদের উপহার দিতে পারেন টাইটানিক খ্যাত এ নির্মাতা।

এ বিষয়ে তিনি আরও বলেন, সবকিছু নির্ভর করছে এই সপ্তাহের ওপর। অ্যাভাটার টু যদি ছবি সফল হয়, তবেই পরের ভাবনাগুলো বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: গুগলের চোখে সেরা পাঁচ হলি তারকা

আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যাভাটার ছবির সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এ ছবির ব্যবসায়িক সাফল্যের ওপরই নির্ভর করবে আগে থেকে ঠিক হয়ে থাকা  ‘অ্যাভাটার ৩’ সিনেমাটি। ২০২৪ সালের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার আশা প্রকাশ করেছিলেন ছবির পরিচালক জেমস ক্যামেরন অ্যাভাটার থ্রি।

সূত্র: আনন্দবাজার

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!