একদিন নিজেকে নেইমার-এমবাপ্পের কাতারে দেখতে চান ফোডেন
<![CDATA[
বর্তমানের সেরা খেলোয়াড়দের কাতারে যাদের রাখা হয় তাদের মধ্যে রয়েছেন পিএসজির দুই তারকা ফুটবলার নেইমার ও এমবাপ্পে। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেনকে এই দুই তারকার সঙ্গে সম্প্রতি ইংল্যান্ডের অনেক সাবেক ফুটবলারই তুলনা করেন, যা মোটেও পছন্দ নয় ফোডেনের। তবে একটা সময় নিজেকে তাদের কাতারে দেখতে চান ইংলিশ মিডফিল্ডার।
ম্যানচেস্টার সিটির হয়ে বেশ কয়েক মৌসুম ধরেই মাঠ মাতিয়ে যাচ্ছেন ফিল ফোডেন। পেপ গার্দিওলার পছন্দের একজন খেলোয়াড় তিনি। খেলেনও দলে নিয়মিত। তবে ২০২০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর, দেশের হয়ে তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেননি ২২ বছর বয়সী এই ফুটবলার। তবে তাকে নিয়ে সবসময়ই মাতামাতি করে যাচ্ছে সাবেক ইংলিশ খেলোয়াড়রা।
আরও পড়ুন: ২০১৪ সালের অপূর্ণ কাজটা কি পূরণ করতে পারবেন মেসি?
তাকে নিয়ে যে এত বাড়াবাড়ি করছে সবাই, তা মোটেও পছন্দ নয় ফোডেনের। কাঙ্ক্ষিত ধাপে উঠতে তাকে আরও অনেক পরিশ্রম করতে হবে এবং বিশ্বসেরার মঞ্চে পারফর্ম করতে হবে বলেও মনে করেন ফোডেন।
বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল এখন কাতারে অবস্থান করছে। সেখানে ব্রাজিল দলের মধ্যমণি নেইমার ও ফ্রান্সের তারকা এমবাপ্পের সঙ্গে নিজেকে একই কাতারে দেখেন কি না–এমন এক প্রশ্নের উত্তরে ফোডেন বলেন, ‘অবশ্যই না। আপনারা যাদের কথা বলছেন, তারা এ মুহূর্তে আমার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু আমি ভাবতে পছন্দ করি যে একদিন আমিও তাদের পর্যায়ে থাকব।’
ফোডেন আরও বলেন, ‘এ জন্য সঠিক লক্ষ্যে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। এখন আমি কেবল আমার ক্লাবের ফর্ম জাতীয় দলে নিতে চাই। এই বছর ক্লাবের হয়ে আমার যে ফর্ম, আমি অনেক গোল করেছি এবং জাতীয় দলের হয়েও আমি তা করতে চাই।’
আরও পড়ুন: আজ্জুরিহীন কাতার বিশ্বকাপে কিছুটা হলেও জৌলুশ কমাবে
এবারের বিশ্বকাপে গ্যারেথ সাউথগেটের সেরা একাদশে জায়গা করে নেয়ার সম্ভাবনা রয়েছে ফোডেনের। যদিও তার পজিশনে বেশ কিছু খেলোয়াড়ের দিকেও চোখ আছে ইংলিশ কোচের। তবে নিজেকে প্রমাণ করতে হলে, এর চেয়ে বড় মঞ্চ আর পাবেন না ফোডেন তা নিজেও জানেন। আগামী সোমবার (২১ নভেম্বর) ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ১৯৬৬-র চ্যাম্পিয়নরা।
]]>




