বাংলাদেশ

এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান দশম শ্রেণির সৃষ্টি

<![CDATA[

জামালপুর সদর উপজেলা পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলো দশম শ্রেণির সৃষ্টি রানী দে। উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেছে প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেয় ওই স্কুলছাত্রী।

প্রতীকী চেয়ারম্যান স্কুলছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক।

জানা গেছে, কন্যাশিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়।

পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয়।

আরও পড়ুন: স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনের রিট খারিজ

প্রতীকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুলছাত্রীর সুপারিশগুলো আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারীবান্ধব উপজেলা পরিষদ ও নারীর সহিংসতা রোধে কাজ করব এবং স্কুলছাত্রীর সব সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, এক ঘণ্টার দায়িত্ব গ্রহণ করে নারী উন্নয়নে তার দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে উপজেলা পরিষদ কাজ করে যাবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!