এক টি-টোয়েন্টি ম্যাচে ৫০১ রান!
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজে অনেকে অন্য ক্রিকেটের খবরই হয়তো রাখছেন না। তবে বিশ্বকাপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা টুর্নামেন্ট। এমনই এক টুর্নামেন্ট চলছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে মঙ্গলবার (১ নভেম্বর) পচেফস্ট্রমে টাইটান্স এবং নাইটসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে অতিমানবীয় ম্যাচ। যেখানে দুই দল মিলিয়ে রান করেছে ৫০১।
টি-টোয়েন্টি ম্যাচের দুই দলের ৪০ ওভার মিলে সর্বোচ্চ কত রান হতে পারে? দুই ইনিংস তথা ৪০ ওভারে বড়জোর ৪০০! দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এক ম্যাচে যে পরিমাণ রান উঠেছে, তা রীতিমতো অবিশ্বাস্য, বিস্ময়কর।
টাইটান্স এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২৭১ রান। জবাবে নাইটস থেমেছে ২৩০ রানে। ফলে ২৭১ রান করেও টাইটান্স জিতেছে মাত্র ৪১ রানে।
অবিশ্বাস্য এই ম্যাচে অতিমানবীয় ইনিংস খেলেছেন টাইটান্সের ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের। সমান ১৩ বাউন্ডারি ও ছক্কায় ৫৭ বলে ১৬২ রানের এক টর্নেডো ইনিংস খেলেছিলেন তিনি, যা তাকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিস গড়েছেন টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১৫০ রানের রেকর্ড।
আরও পড়ুন: ভারতের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৫০১ রানই সর্বোচ্চ। এর আগে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ রান হয়েছিল ৪৯৭। ২০১৬ সালে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এবং ওটাগোর ম্যাচে এ রেকর্ড হয়।
]]>




