এক দশক পর ওয়াটসনের রেকর্ডে ভাগ বসালেন রাজা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক আসরে ২০০ রান ও ১০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কায় আয়োজিত বিশ্বকাপে এ রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
চলতি আসরটা দুর্দান্ত কেটেছে জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের বড় প্রাপ্তি পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে জয়। সে জয়ে বড় অবদান ছিল জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার। ৪ ওভার বল করে শান মাসুদ, শাদাব খান ও হায়দার আলিকে আউট করে তিনি জিম্বাবুয়ের জয়ের মূল নায়ক।
আরও পড়ুন: সাকিবের আউট নিয়ে দ্বিধান্বিত অজি তারকা গিলক্রিস্ট
এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৪৮ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে তিনি সুপার টুয়েলভের টিকিট উপহার দেন। আইরিশদের বিপক্ষে ওই ম্যাচ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪, স্কটল্যান্ডের বিপক্ষে ৪০, ভারতের বিপক্ষে ৩৪, পাকিস্তানের বিপক্ষে ১৩ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ রান করেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে ২০০ রানের মাইলফলক স্পর্শ করা সিকান্দারের মোট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।
আর বল হাতে পাকিস্তান ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ১৯ রান খরচে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। এছাড়া আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে শিকার করেছেন একটি করে উইকেট। আসরে তিনি সব মিলিয়ে উইকেট তুলেছেন ১০টি।
আরও পড়ুন: সাকিবকে রেখে দেশে ফিরছেন টাইগাররা
ব্যাট হাতে ২০০ এর বেশি রান ও ১০ উইকেট শিকার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রাজা দ্বিতীয় ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। এর আগে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ব্যাট হাতে ২৪৯ রান ও বল হাতে ১১ উইকেট শিকার করে এ কীর্তি গড়েছিলেন।
]]>




