এক দোকানেই টিসিবির ১৩৮৬ লিটার তেল!
<![CDATA[
কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৮৬ লিটার টিসিবির তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার নিয়ামতপুর বাজারে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা তেল বিতরণ করা হয়েছে স্থানীয় দুটি মাদ্রাসায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, চিনির বাজার মূল্য মনিটরিং করতে অভিযানে নামে ভোক্তা অধিদফতর। এ সময় নিয়ামতপুর বাজারের আব্দুল্লাহ ট্রেডার্স নামে একটি দোকান থেকে খোলা বাজারে বিক্রির জন্য টিসিবি এক হাজার ৩৮৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা তেলগুলো স্থানীয় মিসিরুন নেছা মাদ্রাসা ও এতিমখানা এবং নাজমা রায়হান বাইতুল কোরআন কওমি হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীর খাটের নিচে টিসিবির ১৫ হাজার লিটার তেল
তিনি আরও জানান, অভিযানে চিনির মূল্য তালিকা না পাওয়ায় ওই বাজারের মামনি স্টোর, আউয়াল স্টোর, কাজল স্টোরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
]]>