এক হাজার পেনাল্টি নিয়েছিল স্পেন, মেসিদের প্রস্তুতি কেমন?
<![CDATA[
কাতার বিশ্বকাপে নকআউটের ৮ ম্যাচের মধ্যে ২টির ফয়সালাই হয়েছে পেনাল্টির মাধ্যমে। তাই বাড়তি সতর্কই থাকতে হচ্ছে প্রতিটি দলকে। সতর্ক ছিল স্পেনও, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে এক হাজারের মতো পেনাল্টি নিয়ে প্রস্তুতি সেরেছিল তারা। যদিও সেই পেনাল্টিতে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্পেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ পেনাল্টিতে গড়ানোর ভাবনা থেকে তাই সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও।
ডাচদের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত একটায়। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেছে আর্জেন্টিনা। সেখানেই স্ক্যালোনিকে পেনাল্টি-প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, মেসিরা পেনাল্টি নিয়ে কাজ করেছে।
আরও পড়ুন: মেসিদের রুখতে লুই ফন গালের ভাবনায় যারা
স্ক্যালোনিকে বলেন, ‘ওরা গতকাল পেনাল্টি অনুশীলন করেছে। সব সময় অনুশীলন শেষেই ওরা এটা করে। কিন্তু যখন আপনি ম্যাচে নিতে (পেনাল্টি) যাবেন, তখন এটা কাজ নাও করতে পারে। আশা করব, আমাদের সে পর্যন্ত যেতে হবে না। এর আগেই গোল করে ফেলব।’
কারা এবার শিরোপা জিততে পারে, সেই প্রসঙ্গও উঠে এসেছিল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে। জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘৮ দলের সামনেই ফাইনালে খেলার সুযোগ রয়েছে। আর কয়েকটা ধাপ মাত্র। এরপর যে কোনো দল মেধার প্রমাণ দিতে পারে। আমরা বিশ্বাস করি, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ যখন আছে, বিষয়টা কঠিনই।’
আরও পড়ুন: বিশ্বকাপ ছেড়ে যাওয়ার গুঞ্জন, মুখ খুললেন রোনালদো
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ৮টি দল হলো: ব্রাজিল, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে।
]]>