খেলা

এখনও যেভাবে সেমিতে যেতে পারে পাকিস্তান

<![CDATA[

ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হেরে আসর থেকে প্রায় ছিটকে গেছে পাকিস্তান। তবে শেষ চারে খেলার সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি তাদের। শেষ দুই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে বাবর আজমরা। সেক্ষেত্রে অবশ্য তাদের প্রার্থনা করতে হবে বাকি ম্যাচগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের হারের।

বিশ্বকাপের সুপার টুয়েলভে রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলেছে। দুই গ্রুপের কোনো দলই ইতোমধ্যে নিশ্চিত করতে পারেনি শেষ চারের টিকিট। গ্রুপ-২ থেকে অবশ্য ৩ ম্যাচের সবকটি হেরে আসর থেকে মোটামুটি নিজেদের বিদায় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

একই গ্রুপ থেকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের নিট রানরেট ২.৭৭২। সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত ও তিনে বাংলাদেশ। রোহিতদের নিট রানরেট দশমিক ৮৪৪ আর সাকিবদের মাইনাস ১ দশমিক ৫৩৩। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে জিম্বাবুয়ে। তাদের নিট রানরেট মাইনাস দশমিক ০৫। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে এখনও আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তাদের নিট রানরেট দশমিক ৭৬৫।

আরও পড়ুন: রোমাঞ্চ ছড়িয়ে জিতে গেল দক্ষিণ আফ্রিকা

গ্রুপ-২ এ ডাচদের বাদ দিয়ে বাকি সবারই সুযোগ আছে শেষ চারে খেলার। এমনকি টেবিলের পাঁচে থাকা পাকিস্তানের সামনেও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের বিপক্ষে শেষ বলে হেরেছিল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সহজ লক্ষ্যে পেয়েও দলকে জয় এনে দিতে ব্যর্থ হয় ব্যাটাররা। প্রথম দুই ম্যাচ হেরে তারা ভারত ও দক্ষিণ আফ্রিকার চেয়ে লড়াইয়ে পিছিয়ে গেলেও, তৃতীয় ম্যাচে ডাচদের হারিয়ে এখনো নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে।

তবে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথটি বেশ কঠিন। পরের পর্বে যেতে শেষ দুই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। তাদের পরবর্তী দুই ম্যাচ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ দুই দলের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। তবে একই সঙ্গে বাবরদের প্রার্থনা করতে হবে শেষ দুই ম্যাচে ভারতের হারের। ভারতের পরবর্তী দুই ম্যাচ জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে। ভারতকে হারালে যদিও টাইগারদের পয়েন্ট পাকিস্তানের সমান ৬ হবে, তবে নিট রানরেটে পিছিয়ে থাকায় সুযোগ পেয়ে যাবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

অন্যদিকে দুই ম্যাচেই রোহিতরা জয় পেলে, পাকিস্তানের সব দরজা বন্ধ হয়ে যাবে। কারণ তখন ভারতের পয়েন্ট হবে ৮। তবে পাকিস্তান যদি তাদের পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারে, আর ভারত একটি ম্যাচেও হারে তখন সুযোগ আসতে পারে বাবরদের সামনে। সেক্ষেত্রে নিট রানরেটে এগিয়ে থাকতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ ও জিম্বাবুয়েরও সেমিতে খেলার স্বপ্ন বেঁচে আছে শেষ দুই ম্যাচে। অন্যদিকে পাকিস্তান ছাড়াও উড়তে থাকা প্রোটিয়াদের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে হারলেও, ডাচদের বিপক্ষে কোনো অঘটন না ঘটলে তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত।

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!