এখনও সাকিবকে পায়নি দল
<![CDATA[
লম্বা যাত্রা শেষে গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। জানা গেছে, এবার বাংলাদেশ দল উঠেছে ক্রাইস্টচার্চের হোটেল ডিস্টিংশনে, যা হেগলি ওভাল থেকে পাঁচ মিনিটের দূরত্ব। বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌঁছালেও দলের নেতা সাকিব ছিলেন না তাদের সঙ্গে।
ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলতে তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। এদিকে বাংলাদেশ দল এশিয়া কাপের পর সোহানের নেতৃত্বে আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে দুটিতেই। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল উড়াল দেয় নিউজিল্যান্ডের উদ্দেশে।
এদিকে সিপিএলে সাকিবের দল গায়ানা সেমিতে বিদায় নিয়েছে। আর দলীয় সূত্রে জানা গেছে, সাকিবকে বাংলাদেশ পাচ্ছে মঙ্গলবার (৪ অক্টোবর)। অধিনায়ককে পেতে আরও দেরি হলেও সোমবার (৩ অক্টোবর) অনুশীলনে নেমে যাবে দল।
আরও পড়ুন: বিশ্বকাপে অংশ নিলেই ৭০ লাখ টাকা পাবে বাংলাদেশ
এদিকে সাকিবের মতো এখনও নিউজিল্যান্ডে পৌঁছায়নি নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের আরেকটি দল পাকিস্তানও। গত রাতে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনাল খেলেই ক্রাইস্টচার্চের ফ্লাইট ধরার কথা বাবর আজমদের।
৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের অন্য দল স্বাগতিক নিউজিল্যান্ড। এ মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজই এই তিন দলের শেষ প্রস্তুতি।
]]>




