এখন থেকে ঘরে বসেই খেলা দেখবেন রূপনা চাকমার মা
<![CDATA[
সাফ সেরা গোলরক্ষক রুপনা চাকমার পারিবারিক অবস্থা ইতোমধ্যে সকলেই জেনেছেন। নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারে তার জন্ম। ঝুপরি ঘরে বাস করেন তার মা। সে ঘরে টেলিভিশনতো বিলাসীতাই। একটি মাত্র জয় চোখের পলকে পাল্টে দিল সব কিছু।
সাফ ফাইনাল দেখেছেন কিনা জানতে চাইলে রুপনার মা কালাসোনা চাকমা বলেছিলেন, তাদের ঘরে টিভি নেই। তাই মেয়ের খেলা দেখতে পারেননি। যা দাগ কেটেছিল অনেকের মনেই। তাই রুপনার পরিবারের পাশে দাগায় নানিয়ারচর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রূপনার গ্রামের বাড়ি নানিয়ারচরের দুর্গম ভূইয়াদামে উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান রুপনার ঘরে ৩২ ইঞ্চির একটি টেলিভিশন ও আকাশ ডিটিএইচ সংযোগ উপহার দেন।
নতুন ঘর নির্মাণের প্রক্রিয়ার শুরু হবার পর এবার টিভি ও ডিস সংযোগ পেয়ে আবেগে আপ্লুত পুরো পরিবার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের একদিন পরই রূপনার ঘর তৈরির কাজ শুরু
রূপনার চাকমা বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, আমরা অনেক কষ্ট করে চলতাম। ছোটবোন রূপনা খেলার প্রতি আগ্রহ থাকায় অনেক গালমন্দ করেছি। আজ সেই রুপনাই খেলে দেশের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি আমাদের পুরো পরিবারের চেহারাই পাল্টে দিয়েছে। আমাদের বাসায় টিভি-ডিশ এক সপ্তাহ আগে ছিল স্বপ্নের মত। আজ সেটা বাস্তব। টিভি না থাকায় রূপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা মাঝে মাঝে দূরে অন্যের বাড়িতে গিয়ে খেলে দেখতেন। এবার ঘরে বসে রূপনার খেলার দেখার আক্ষেপ ঘুচল।
টিভি পেয়ে খুশি হয়ে রূপনার মা কালাসোনা চাকমা চোখের আনন্দ অশ্রু মুছে বলেন, আমার অনেক খুশি লাগছে। আমার মেয়ের জন্য কত বড় বড় অফিসার আমাদের বাসায় এসেছেন। কত কিছু দিয়েছেন, যা আমাদের পক্ষে কখনই করা সম্ভব হতো না। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি বাড়ি দিচ্ছেন। আমি কতটা খুশি হয়েছি তা আমি বলতে পারব না।
তিনি আরও বলেন, আজ ইউএনও স্যার বাসায় এসে টিভি ডিস লাগিয়ে দিয়েছে। এখন থেকে বাসায় বসেই রুপনাদের খেলা দেখতে পারব।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান জানান, রূপনা আমাদের গর্ব। ওরা জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করা হবে। মা তার মেয়ের খেলা দেখতে পারেনি, এটা শুনে বেশ কষ্ট পেয়েছি। তাই আমরা সেই ব্যবস্থা করে দিলাম। আমরা সব সময় এই পরিবারের পাশে আছি এবং থাকব।
]]>