বাংলাদেশ

এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নামছে টটেনহ্যাম

<![CDATA[

ইপিএলের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পার। তাদের প্রতিপক্ষ ফুলহাম। ম্যাচটি মাঠে গড়াবে সোমবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায়।

এদিকে সিরিআ’য় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইন্টার মিলান। এম্পোলির বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে রাত পৌনে ২ টায়।

হ্যারি কেইন, রিচার্লিসনদের মতো তারকা ফুটবলারদের নিয়েও চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স নেই টটেনহ্যাম হটস্পারের। ২০ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাচেঁ অবস্থান স্পারদের। এবার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে টটেনহ্যাম আতিথ্য নেবে ফুলহামের মাঠে।

আরও পড়ুন: যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হলান্ড

টটেনহ্যামের অবস্থান ৫ নম্বরে। সমান ২০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট কম নিয়ে ফুলহাম আছে টেবিলের সাতে। প্রিমিয়ার লিগের প্রতিযোগিতার ভিড়ে এখন সামান্য পা ফসকালেই পিছিয়ে পরতে হবে। তাই এক বিন্দু ছাড় দিতে নারাজ দলগুলো। এ ম্যাচেও সেই চেষ্টাই থাকবে দু’দলের।

স্পার কোচ অ্যান্তনিও কন্তে অবশ্য মনে করেন, ম্যাচের চেয়ে জরুরি একটা সুস্থ ও শক্তিশালী দল গড়া। সেজন্য প্রয়োজন পর্যাপ্ত সময়। তিনি বলেন, ‘এই মুহূর্তে ম্যাচের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সব ফুটবলারকে সুস্থভাবে পাওয়া। কারণ একটা সুস্থ দলকে আমি ধীরে ধীরে একটা শক্তিশালী দলে পরিণত করতে পারব। তবে, সেজন্য দরকার পর্যাপ্ত সময়। একই সঙ্গে দলবদল বাজারে অর্থ বিনিয়োগ করে ভালো ভালো ফুটবলার ভেড়াতে হবে দলে।’

আরও পড়ুন: শেষ মিনিটের গোলে ম্যানইউকে হারাল আর্সেনাল

এদিকে, সিরিআ’য় টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে ইন্টার মিলান মুখোমুখি হবে এম্পোলির। মুখোমুখি পরিসংখ্যান বলছে, শেষ ৬ ম্যাচে শতভাগ জয় আছে ইন্টারের। তাই এ ম্যাচে নি:সন্দেহে আত্মবিশ্বাস ও শক্তিমত্তায় এগিয়ে থাকবে নেরাজ্জুরিরা।

সম্প্রতি সুপার কোপা জিতে দারুণ ফর্মেও আছে ইন্টার। কিছুটা ইনজুরি সমস্যা থাকলেও তা স্বাগতিকদের জয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!