বাংলাদেশ

এজলাসের ছবি প্রকাশ আদালত অবমাননা: অ্যাটর্নি জেনারেল

<![CDATA[

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, এজলাস কক্ষের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।

রোববার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আপিল বিভাগের এক নম্বর কক্ষ এদিন আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির নিয়মানুযায়ী এজলাসের ডায়াসে দাঁড়িয়ে পর্যায়ক্রমে নবনিযুক্ত বিচারপতিদের উচ্চ আদালতের কর্মময় জীবনী তুলে ধরছিলেন।

আরও পড়ুন: বিএনপির এমপিরা কী কী সুবিধা নিয়েছেন, জানতে আইনি নোটিশ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অনুষ্ঠানে হঠাৎ অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও মোমতাজ উদ্দিন ফকিরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পেছন থেকে ছবি তুলতে।

এরপর বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির পেছনে আইনজীবীদের কাছে গিয়ে বলেন, ‘যে ছবি তুলেছেন এখনই ডিলিট করুন।’

তখন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘এজলাস কক্ষের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তার বিরুদ্ধে কনটেম্পট (আদালত অবমাননা) অভিযোগ আনা হবে। আদালতে এসব ছবি তোলার বিষয়ে আমরা উপস্থাপন করব।’ এরপর যথারীতি আবারও বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ২০৪১ সালে ডিজিটাল থেকে স্মার্ট হবে: প্রধানমন্ত্রী

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও উচ্চ আদালত হাইকোর্ট বিভাগসহ সব আদালতের এজলাস কক্ষের ছবি ওঠানো ও প্রকাশ করা যায় না। এ বিষয়ে আইনগত নিয়ম এবং বাধা রয়েছে।

আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। তারা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

এর আগে ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!