এত কিছুর পরেও শীর্ষ দশে রাশিয়া
<![CDATA[
বর্তমান বিশ্বে রাশিয়াই একমাত্র দেশ, যার মাথার ওপরে ঝুলছে কয়েক হাজার পশ্চিমা নিষেধাজ্ঞার খড়্গ। কিন্তু এত কিছুর পরেও সেন্টিমিলিয়নিয়ারদের হিসাবে রাশিয়ার অবস্থান শীর্ষ দশে।
সম্প্রতি লন্ডনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হেনরি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সেন্টিমিলিয়নিরায়দের (যাদের সম্পত্তি ১০০ মিলিয়ন ডলার) তালিকায় বিশ্বে রাশিয়ার অবস্থান দশম।
গবেষণায় দেখা যায়, বিশ্বে বর্তমানে ২৫ হাজার ৪৯০ জন সেন্টিমিলিয়নিয়ার আছেন- যা বিগত ২০ বছরের তুলনায় দ্বিগুণ। এর মধ্যে রাশিয়াতে সেন্টিমিলিয়নিয়ারদের সংখ্যা ৪৩৫ জন। এদের অধিকাংশই আইটি ফার্ম, মাল্টিন্যাশনাল কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এদের কেউ কেউ আবার সম্পত্তির মালিক হয়েছেন উত্তারাধিকার সূত্রে।
সেন্টিমিলিয়নিরায়দের হিসাবে তালিকায় সর্বাগ্রে আছে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্বের ৩৮ শতাংশ সেন্টিমিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের নাগরিক। সংখ্যার হিসেবে এটি ৯ হাজার ৭৩০ জন। যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে চীন ও ভারতের নাম। চীনে সেন্টিমিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ২১ জন ও ভারতে ১ হাজার ১৩২ জন।
আরও পড়ুন: যেভাবে ডলার হলো অর্থনৈতিক হাতিয়ার
৯৬৮ জন সেন্টিমিলিয়নিয়ার নিয়ে যুক্তরাজ্য ও ৯৬৬ জন নিয়ে জার্মানি যথাক্রমে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে। এছাড়া তালিকায় থাকা ষষ্ঠ অবস্থানে আছে সুইজারল্যান্ড (৮০৮ জন), সপ্তমে জাপান (৭৬৫ জন), অষ্টমে কানাডা (৫৪১ জন) ও নবম অবস্থানে আছে অস্ট্রেলিয়া (৪৬৩ জন)। ফ্রান্স ও ইতালির মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশও তালিকার শীর্ষ দশে স্থান পায়নি।
বিশ্লেষকরা বলছেন, আগামী বছরগুলোতে এশিয়া ও আফ্রিকার মতো দেশগুলোতে অতিধনীদের সংখ্যা বৃদ্ধি পাবে। ২০৩২ সালের মধ্যে সম্পত্তির হিসাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে টপকে যাবে এশিয়া ও আফ্রিকা। আগামী দশ বছরের এশিয়ার ভারত ও ভিয়েতনাম হবে দ্রুতবর্ধক অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম।
সংশ্লিষ্ট গবেষণায় বলা হয়েছে, ২০৩২ সালের মধ্যে বিশ্বে অতিধনীর সংখ্যা বাড়বে ৭৫ শতাংশ পর্যন্ত। এদের মধ্যে আফ্রিকা মহাদেশে আশানুরূপ অবস্থানে আছে রুয়ান্ডা, উগান্ডা ও কেনিয়া।
]]>




