এফএ কাপে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন
<![CDATA[
এফএ কাপের চতুর্থ রাউন্ডে রোববার (২৯ জানুয়ারি) ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। এদিকে লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯ টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের অবস্থান কী? পয়েন্ট টেবিল দেখলে চোখ কপালে উঠতে পারে যে কারো। শীর্ষ পাঁচে তো দূর, দশ নম্বরের মধ্যে টিকে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইয়্যুর্গেন ক্লপের দলের। অথচ এরই মধ্যে ১৯টি ম্যাচ খেলে ফেলেছে অল রেডরা। ইপিএলে শিরোপার আশা এখন অনেকটাই দূরের বাতিঘর ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নদের।
তবে এতকিছুর পরও মাথা তুলে দাঁড়াবার চেষ্টায় লিভারপুল। এবার তারা এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছে ব্রাইটন অ্যান্ড হোভ এলবিয়নের। মুখোমুখি পরিসংখ্যান বলছে, ব্রাইটনের বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই অল রেডদের। শেষ ৭ ম্যাচে মাত্র ২ জয় আছে তাদের। বিপরীতে ২ জয় আছে ব্রাইটনের। বাকি ম্যাচগুলো হয়েছে ড্র।
আরও পড়ুন: এভারটনের কোচের চাকরি হারালেন ল্যাম্পার্ড
এদিকে ফুটবলারদের ইনজুরি সমস্যা এখনও ভাবাচ্ছে কোচকে। জোতা, ডিয়াজ, ফিরমিনো, ভ্যান ডাইক, আর্থার। দিনদিন যেন দীর্ঘই হচ্ছে এ লাইন। ধারাবাহিক ফর্মে নেই মো সালাহ-র মতো ফুটবলাররা। ফলে ম্যাচের আগে সেরা একাদশ সাজাতেই নতুন করে ভাবতে হচ্ছে লিভারপুলকে।
এদিকে স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে অ্যাতলেটিকো মাদ্রিদ আতিথ্য নেবে ওসাসুনার। ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা রোজি ব্লাঙ্কোদের শীর্ষে থাকা বার্সার চেয়ে ব্যবধানটা ১৬ পয়েন্টের। তাই পরিসংখ্যানে ওসাসুনার বিপক্ষে শতভাগ এগিয়ে থাকা অ্যাতলেটিকো চাইবে জয় নিয়ে এই ব্যবধান কমাতে। সে লক্ষ্যেই ছক কষছেন দিয়েগো সিমিওনে।
]]>