এবার জাপানের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
<![CDATA[
গ্রুপ পর্বে দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে জাপান। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
শেষ ষোলোয় যেতে হলে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে জাপানকে জিততেই হতো। অথবা ড্র করলেও হতো। সেক্ষেত্রে আবার জার্মানি-কোস্টারির ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। সেখানেও ড্রয়ের প্রয়োজন হতো।
স্নায়ুচাপের এ ম্যাচে জার্মানির পর স্পেনের মতো হেভিওয়েট দলকে হারিয়ে ইতিহাস লিখেছে জাপান। বিশ্বচ্যাম্পয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা। দুই শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠল নীল সামুরাইরা।
আরও পড়ুন: জিতেও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির
‘ই’ গ্রুপের টেবিলে ৩ ম্যাচের দুটিতে জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। অন্যদিকে, ‘এফ’ গ্রুপে মরক্কো ও বেলজিয়ামের সঙ্গে ড্র আর কানাডাকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) আগে থেকে নির্ধারিত সূচি অনুয়ায়ী, ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন জাপান মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। আল জানুব স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২২ নভেম্বর) রাত ১০টায় মাঠে গড়াবে লড়াই।
]]>