এবার ‘থার্ড পার্টি’ প্রার্থী হয়ে লড়াইয়ের ইঙ্গিত ট্রাম্পের
<![CDATA[
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন না পেলে থার্ড পার্টি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম আরটি-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি নিবন্ধ শেয়ার করেছেন, সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন না পেলে থার্ড পার্টি প্রার্থী হয়ে প্রচারণা চালাতে পারেন।
ডেমোক্র্যাট বা রিপাবলিকান দলে না থাকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি বলা হয়। উনিশ শতকের পর থার্ড পার্টির কোনো প্রার্থী দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচেন জয়ী হতে পারেননি।
আরও পড়ুন: প্রেসিডেন্ট থাকাকালে চীনসহ একাধিক দেশে ব্যাংক অ্যাকাউন্ট ছিল ট্রাম্পের
মঙ্গলবার আমেরিকান গ্রেটনেস নামে একটি কনজার্ভেটিভ জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়, রিপাবলিকান নেতারা ট্রাম্পকে দলের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নে বাধা দিয়ে ভোটারদের ইচ্ছাকে অস্বীকার করতে চান।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস প্যানেল। তদন্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে। এর আগে কংগ্রেসের এই তদন্ত কমিটি ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সুপারিশ করে।
আরও পড়ুন: অবশেষে ট্রাম্পের কর নথি প্রকাশ
ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তে গঠিত কংগ্রেসের কমিটি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে জনগণের ইচ্ছার অবমূল্যায়ন ও গণতন্ত্রকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সেখানেই কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়েছে।
চূড়ান্ত প্রতিবেদনটিতে আটটি অধ্যায় রয়েছে। ৮৪৫ পৃষ্ঠার প্রতিবেদনে তদন্ত কমিটির অনুসন্ধানে পাওয়া বিভিন্ন ফল ও সাক্ষাৎকারে আইনি সুপারিশ উঠে এসেছে। বলা হয়েছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিৎ।
]]>




