এবার বেনজেমাকে নিয়ে শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা
<![CDATA[
বিশ্বকাপ যাত্রার শুরু থেকেই একের পর এক ইনজুরিতে দিশেহারা ফ্রান্স। গত বিশ্বকাপজয়ী তিন তারকা পল পগবা, এনগোলো কন্তে ও প্রেসনেল কিমপেম্বে আগেই ছিটকে গেছেন দল থেকে। এবার শঙ্কা জেগেছে দলের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেনজেমাকে নিয়ে।
আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তার আগে দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি বেনজেমাকে। গত বুধবার প্রথম ওপেন ডোর অনুশীলনে রাফায়েল ভারানের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করেন তিনি। কিন্তু পরের দিন চলে যান ক্লোজ ডোর অনুশীলনে। ওপেন ডোর অনুশীলনের জন্য তিনি যথেষ্ট ফিট নন বলেই দাবি ফরাসি গণমাধ্যমগুলোর।
তার মানে দলে যোগ দেওয়ার আগে ক্লাব প্রতিযোগিতায় পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠেননি এ তারকা। সবশেষ মাঠে নেমেছিলেন গত ২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেল্টিকের বিপক্ষে। অবশ্য সে ম্যাচেও খেলেছেন বদলি হিসেবে। পুরোপুরি সেরে ওঠার জন্য খেলেননি ক্লাবের পরবর্তী দুই ম্যাচ।
আরও পড়ুন : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো!
কিন্তু এ দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে ফিট পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে তিনি ঠিকঠাক দলের অনুশীলনে যোগ দিতে না পারায়, ফরাসি গণমাধ্যমগুলো দাবি করছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে দেখা যাবে না তাকে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে তিনি ফিট হতে পারেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ইনজুরি সমস্যা আছে রাফায়েল ভারানেরও।
বেনজেমা সম্পর্কে সতীর্থ আদ্রিয়েন র্যাবিওট বলেন, ‘ করিম একজন অ্যাটাকার (আক্রমণভাগের খেলোয়াড়)। একজন মিডফিল্ডার কিংবা ডিফেন্ডারের চেয়ে কিছুটা কম প্রতিবন্ধকতা থাকে একজন অ্যাটারের জন্য। বেনজেমা এমন একজন উঁচুমানের ফুটবলার, তিনি জানেন তার নিজের সম্পর্কে এবং তার নিজের শরীর সম্পর্কে।’
আরও পড়ুন: মানে না থাকায় শোকস্তব্ধ সেনেগাল
র্যাবিওট যোগ করেন, ‘বেনজেমার খুব বেশি খেলার প্রয়োজন নেই। যদিও বিষয়টা তার সম্পূর্ণ ব্যক্তিগত এবং এটা তার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করে। বিষয়টা নিয়ে তিনি কোচের সঙ্গেও আলাপ করতে পারেন। আমার মনে হয়, প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন তিনি।’
এর আগে ফ্রান্স গত আসরে চ্যাম্পিয়ন হলেও সে গৌরব অর্জন করা হয়নি বেনজেমার। কারণ সে সময় নিষেধাজ্ঞার কারণে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন।
]]>