এবার ভারতের ঐতিহাসিক মুঘল গার্ডেনের নাম পরিবর্তন
<![CDATA[
মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছিল দিনদয়াল উপাধ্যায় জংশন৷ রাজপথ হয়ে গিয়েছে কর্তব্যপথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ মুঘল গার্ডেনের নতুন নাম হলো অমৃত উদ্যান৷ স্থানীয় সময় শনিবার এ দেশটিরসিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শনিবার (২৮ জানুয়ারি) মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানান, রাষ্ট্রপতি ভবনের ভেতরের সবকটি উদ্যান মিলিয়ে অমৃত উদ্যান রাখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই এই নামকরণ করেছেন৷ ২৯ জানুয়ারি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷ ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের এই বাগানগুলো দর্শকদের জন্য খোলা থাকবে৷
আরও পড়ুন: ক্ষমতায় এলে ব্রিটিশ ও মুঘলদের নাম মুছে দেব: শুভেন্দু
বিজেপি ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পর দেশটির বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মোঘলসরাই জংশনের নাম বদলে রাখা হয় দিনদয়াল উপাধ্যায় জংশন এছাড়া এলাহাবাদ ও ফৈজাবাদ স্টেশনগুলোর নাম বদলে যথাক্রমে প্রয়াগরাজ এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়৷
]]>




