বিনোদন

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

<![CDATA[

এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার (২৩ নভেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে দুজসে শহরের কাছে। তবে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলেও প্রবল কম্পন অনুভূত হয়।

প্রথমটির প্রায় ২০ মিনিট পর আরেকটি ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, দুজসে ৩২ জন, ইস্তাম্বুলে একজন, কৃষ্ণ সাগরের উপকূলে একজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৬৮, বেশির ভাগই শিশু

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

এদিকে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮। এর বেশির ভাগই শিশু। সোমবারের (২১ নভেম্বর) ওই ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ দেড় শতাধিক। এ ছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!