বাংলাদেশ

এমিরেটসের রান পাহাড়ে চাপা পড়ল ডেজার্ট

<![CDATA[

দিন কয়েক আগে আবুধাবি নাইট রাইডার্সকে ১১১ রানে হারিয়ে আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল ডেজার্ট ভাইপার্স। এবার তাদের বিপক্ষেই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় পেল এমআই এমিরেটস। শারজায় ২৪২ রানের লক্ষ্য দিয়ে ১৫৭ রানে জিতেছে তারা।

রোববার (২৯ জানুয়ারি) টস জিতে এমিরেটসকে ব্যাটিংয়ে পাঠায় ডেজার্ট। সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা তাদের বুঝিয়ে দেন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ ওয়াসিম। দুজনে উদ্বোধনী জুটিতে মাত্র ৫৫ বলে শতরান করেন। ২৪ বলে ৭ চার ও ২ ছয়ে ফিফটি করেন আমিরাতি ক্রিকেটার ওয়াসিম। ফ্লেচার চারটি করে চার ও দুটি ছয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন।

১৪১ রানে এই জুটি ভাঙে ১৩তম ওভারে। পঞ্চাশ করার পরের বলে ফ্লেচার বিদায় নেন। আর একটিও রান যোগ করতে পারেননি ক্যারিবিয়ান ওপেনার।

ওয়াসিমও আর বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ৪৪ বলে ১১ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৮৬ রান করে থামেন। মাঠে নেমে ঝড় তোলেন কাইরন পোলার্ড। মাত্র ১৯ বলে চারটি করে চার ও ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে তার সঙ্গে ছোটখাটো ঝড় তোলেন ড্যান মোসলি। ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।

আরও পড়ুন: আইএলটিতে হেরেই চলেছে শাহরুখের দল

৩ উইকেট হারিয়ে ২৪১ রান করে এমিরেটস। ডেজার্টের পেসার টম কারান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে স্থির হতে পারেননি ডেজার্টের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে তাদের ছয় উইকেট চলে যায় ৪৭ রানে। আর ৬.১ ওভারে বাকি উইকেটগুলোও হারায় তারা। মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছান। একপ্রান্ত থেকে ফজল হক ফারুকী ও জহুর খানের পেস সঙ্গে ইমরান তাহিরের স্পিনে তটস্থ ডেজার্ট। ৮৪ রানে তারা অলআউট করেন ডেজার্টকে। ফারুকী সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান ইমরান ও জহুর।

এই হারেও টেবিলের শীর্ষে ডেজার্ট। ৭ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। সমান পয়েন্ট পেলেও রানরেটে ব্যবধানে পিছিয়ে থাকায় গালফ জায়ান্টস দুইয়ে। আর চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস। চার নম্বরে থাকা শারজাহ ওয়ারিয়র্সের পয়েন্ট ৭।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!