বিনোদন

এমি মার্টিনেজদের ম্যাচে মাঠে ড্রোন, আতঙ্কে বন্ধ হলো খেলা

<![CDATA[

ড্রোন হামলার শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ! ক্রীড়াঙ্গনের জন্য বেশ ভয়ংকর তথ্যই বটে। শনিবার (২১ জানুয়ারি) অ্যাস্টন ভিলা-সাউদাম্পটন ম্যাচে ঘটেছে এমন ঘটনা। হঠাৎ স্টেডিয়ামে উড়ে আসে একটি ড্রোন। যার কারণে ম্যাচ বন্ধ ছিল ১০ মিনিট। পরে অবশ্য আবারও খেলা শুরু করেন রেফারি।

সেন্ট মেরি’স পার্কে প্রাণপনে লড়ছে সাউদাম্পটন। রেলিগেশন অঞ্চলে থাকা দলটা ঘরের মাঠে চেষ্টা করছে পয়েন্ট তুলে নিতে। তবে হঠাৎ ছন্দপতন, স্টেডিয়ামে উড়ে এল বেনামি ড্রোন। আতঙ্কে ম্যাচ বাতিল করে ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ রেফারির।

 

ঘটনাটা ম্যাচের ৪২ মিনিটের সময়ে ঘটে। এ সময়ে অ্যাস্টন ভিলা স্বাগতিকদের অর্ধে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ড্রোন দেখামাত্র রেফারি মিখাইল খেলা বন্ধ করে দেন এবং খেলোয়াড়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:হ্যাটট্রিক হারের লজ্জা থেকে লিভারপুলকে বাঁচালো ভিএআর

ম্যাচে এমন পরিস্থিতি বজায় থাকে প্রায় ১০ মিনিট। ততক্ষণে অবশ্য ড্রোন চলে গেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফুটবলার থেকে শুরু করে দর্শকরাও হতভম্ব হয়ে পড়েন। আসল ঘটনা কী, তা বের করতে তৎপরতা শুরু করে নিরাপত্তারক্ষীরা।

দুটি বিষয় প্রাধান্য দিয়ে এই ড্রোনকাণ্ড তদন্ত করছে সংশ্লিষ্টরা। এই ঘটনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কি না তা গভীরভাবে খতিয়ে দেখছে ইপিএল। এ ছাড়া ম্যাচের অবৈধ সম্প্রচারে এমনটি হয়েছে কিনা তাও আছে আলোচনায়। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট করবে কর্তৃপক্ষ।

এরপর পুনরায় ম্যাচ শুরু হলে অতিরিক্ত ১০ মিনিট খেলা পরিচালনা করা হয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও পয়েন্ট পায়নি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে খেলা জিতে নেয় অ্যাস্টন ভিলা। সফরকারীদের পক্ষে একমাত্র গোলটি করেন ওলে ওয়াটকিনস।

এই ম্যাচে খেলছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মর্টিনেজ। তাই নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে বেশ। এর আগে গত মৌসুমে ইপিএলে ব্রেন্টফোর্ড-ওলভারহ্যাম্পটনের ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। সেবার খেলা বন্ধ ছিল ২০ মিনিট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!