এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ, প্রধান শিক্ষক পলাতক
<![CDATA[
পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়নের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের বিরুদ্ধে।
গত শনিবার (১ অক্টোবর) সকালে নির্যাতিত ওই স্কুলছাত্রীর মা গুরুদাসপুর থানায় মামলা করেছেন।
এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত সোমবার (০৩ অক্টোবর) বিকেলে নাজিরপুর বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।
নির্যাতিত স্কুলছাত্রী জানান, মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ওই ছাত্রী। শনিবার সকালে নিজ প্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বের হওয়ার সময় গেটে অস্ত্রের মুখে তাকে মাইক্রোবাসে তুলে রাজশাহী নিয়ে যান প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।
আরও পড়ুন: প্রেমের অভিনয় করে ধর্ষণের পর ভিডিও ভাইরালের হুমকি, অতঃপর…
তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে রাজশাহীর বিভিন্ন জায়গায় ৩ দফায় ধর্ষণ করা হয়। এরপর তাকে রোববার (০২ অক্টোবর) মাইক্রোবাসে গুরুদাসপুর উপজেলার দিকে আসার চেষ্টা করলে মামুদপুর এলাকায় মাইক্রোবাস থেকে তাকে পুলিশ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত ফিরোজ আহমেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নির্যাতিত স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের সদস্যদের জিম্মায় দেয়া হয়েছে।
ওসি বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করতে অভিযান চলছে।
]]>