এসি মিলানের কাছে য়্যুভেন্তাসের হার, জয় পেয়েছে ইন্টার মিলানও
<![CDATA[
সিরি ‘আতে য়্যুভেন্তাসের দুর্দশা কিছুতেই কাটছে না। মৌসুমের শুরু থেকেই ধুঁকছে সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস।সে দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে সিরি ‘আর বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। মিলানের দলটির কাছে হেরে গেছে তুরিনের ওল্ড লেডিরা। এদিকে দিনের আরেক ম্যাচে সাসুওলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিলান।
শনিবার (৮ অক্টোবর) সিরি ‘আর ম্যাচে য়্যুভেন্তাসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে এসি মিলান। প্রথমার্ধের যোগ করা সময়ে ফিকাইয়ো তোমারির গোলে এগিয়ে যাওয়া এসি মিলানের পক্ষে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন ব্রাহিম দিয়াজ।
এদিন ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো এসি মিলান কিন্তু রাফায়েল লিয়াওয়ের ব্যাকহিল পোস্টে বাঁধা পায়। এর ১৫ মিনিট পর এই পর্তুগিজ তারকাকে ফের হতাশ করে গোলপোস্ট।
আরও পড়ুন:হলান্ডের গোলে উড়ছে সিটি, বড় জয় চেলসির
তবে বিরতির ঠিক আগে কর্নারে ফাঁকায় বল পেয়ে ভলি মারেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। বল ছোট ডি-বক্সে তোমারির গায়ে লাগে। তিনি শরীর ঘুরিয়ে জোরাল শটে গোল করেন।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটেই ফের গোল পায় মিলান। য়্যুভেন্তাসের ভ্লাহভিচের ভুলে বল পেয়ে অনেকটা দৌড়ে দারুণ শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ।
এই নিয়ে লিগে ষষ্ঠ জয় পাওয়া এসি মিলান ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে তিনটি জয় পাওয়া য়্যুভেন্তাস আছে পয়েন্ট তালিকার আট নম্বরে। শীর্ষ দুইয়ে থাকা নাপলি ও আটালান্টার পয়েন্টও ২০। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।
আরও পড়ুন:ব্রাজিলিয়ান তারকার গোলে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ
এদিকে লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। বসনিয়ান ফরোয়ার্ড এডেন জেকোর জোড়া গোলে তারা হারিয়েছে সাসুওলোকে। প্রথমার্ধের ৪৪ মিনিটে প্রথম গোলটি করার পর দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন জেকো। মাঝে সাসুওলোর পক্ষে একটি গোল শোধ করে খেলায় উত্তেজনা ছড়িয়েছিলেন ডি ফ্রাত্তেসি।
৯ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছে ইন্টার মিলান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে সাসুওলো।
]]>