এ মাসেই আলিয়ার সাধ, অতিথি কারা?
<![CDATA[
এ বছরটা যেন রণবীর-আলিয়া ভক্তদের জন্য সুখবরের ছড়াছড়ি। প্রেম-বিয়ে-সন্তান সব দিক দিয়েই ভাগ্য সুপ্রসন্ন আলিয়া ভাট আর রণবীর কাপুরের। অন্তঃসত্ত্বা আলিয়ার ছবিও নেটমাধ্যমে এখন বেশ ‘ট্রেন্ড’।
দীর্ঘ ৪ বছর প্রেমের চলতি বছরের এপ্রিলে বিয়ে সারেন এই জুটি। এর দুমাস বাদে জুনেই আসে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এরপর নিজেদের প্রথম ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’র প্রচারণা ও মুক্তি নিয়েই ব্যস্ত ছিলেন রণবীর-আলিয়া। এবার আরেক নতুন খবর।
আরও পড়ুন: যৌতুকের প্রচারের অভিযোগে তোপের মুখে অক্ষয়!
জানা গেছে, এ মাসের শেষদিকে বান্দ্রাতে হতে যাচ্ছে আলিয়ার বেবি শাওয়ার বা সাধের অনুষ্ঠান। হবু মা আলিয়ার এ অনুষ্ঠানের আয়োজন করছেন অনাগত শিশুর দাদী ও নানী অর্থাৎ নীতু কাপুর ও সোনী রাজদান। অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হবে কেবল নারীদের। সে তালিকায় আছেন অনেক তারকাও।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য সালমান খানের ভিডিও বার্তা
কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, আকাঙ্কশা রানজান, আনুষ্কা রানজান, নব্য নন্দা, শ্বেতা বচ্চন, আরতী শেঠিসহ আলিয়ার ছোট বেলার বান্ধবীরা যোগ দেবেন এই সাধের অনুষ্ঠানে।
সূত্র: পিংকভিলা
]]>




