খেলা

ঐতিহাসিক জয়ে টাইগারদের বছর শুরু, একরাশ হতাশায় শেষ

<![CDATA[

টেস্ট ক্রিকেটে আরও একটা ব্যর্থ বছর পার করল বাংলাদেশ। ২০২২ সালে ১০ টেস্ট খেলে মাত্র ১টিতে জিততে পেরেছে টাইগাররা। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেলেও, ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা।

সাদা পোশাকে রং ছড়াতে ব্যর্থ লাল-সবুজ দলটা। ১৩৬ টেস্টে হার ১০২টিতে। ২২ বছরে জয় মাত্র ১৬ ম্যাচে। অর্থাৎ বছরে গড়ে ১টি জয়ও নেই ঝুলিতে। সাদা পোশাকের সাদামাটা দলটা পার করল আরও এক হতাশার বছর।

অথচ কি দুর্দান্ত সূচনাই হয়েছিল বছরটার! নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। এবাদতের ম্যাচজয়ী পারফরম্যান্সে টাইগার পেস বোলিং আক্রমণ নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল সবাই। মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক ওই টেস্ট জয়ের আনন্দ অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। এর পরের টেস্টে ক্রাইস্টচার্চে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্টে হার যথাক্রমে ২২০ ও ৩৩২ রানে।

আরও পড়ুন:জয়ের আশা জাগিয়েও হেরে গেল টাইগাররা

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাও কেটেছে চরম হতাশায়। রাজনৈতিকসহ নানা কারণে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া লঙ্কানদের কাছে হোম সিরিজ হেরে বসে বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করলেও, ঢাকায় ১০ উইকেটে হারে স্বাগতিকরা।

 

এরপরই অধিনায়কত্ব হারান মুমিনুল হক, হারান দলে পাকা জায়গাটাও। মুমিনুল দায়িত্ব ছাড়ার পর ৫ দিনের ফরম্যাটে দুর্দশা কাটাতে নেতৃত্বে ফেরানো হয় সাকিবকে। যদিও দেশসেরা ক্রিকেটারের অধিনায়কত্বেও সাফল্যের দেখা মেলেনি। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্টে হার ৭ ও ১০ উইকেট ব্যবধানে।

মাঝের মাস ছয়েক সময় কেটেছে টি-টোয়েন্টি আর ওয়ানডেতে। দীর্ঘ বিরতির পর লঙ্গার ফরম্যাটে ফেরাটা সুখকর হলো না। ঘরের মাটিতে পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের ফলাফল- হোয়াইটওয়াশ বাংলাদেশ। তবে, চট্টগ্রামের ১৮৮ রান আর ঢাকার ৩ উইকেটের হারে লড়াকু টাইগারদের দেখা মিলেছে।

কিন্তু, দিনশেষে সঙ্গী দীর্ঘশ্বাস। ২০২২ সালে খেলা ১০ টেস্টের ৮টিতে হেরেছে দল। বছরের সূচনা আর উপসংহারে কত অমিল! রেকর্ড গড়া জয়ের উচ্ছ্বাসে শুরু হয়েছিল ২০২২ সাল, আর শেষ হলো খুব কাছে গিয়ে জয় হাতছাড়া করার বেদনা নিয়ে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!