ওএমএসের চাল পাচারের অভিযোগে যুবলীগ নেতাকে অব্যাহতি
<![CDATA[
ওএমএসের চাল পাচারের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগ নেতা আবু হেনা মোস্তফা কামালকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেয়া হয়।
অব্যাহতি পাওয়া ওই নেতা উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সময় সংবাদকে তথ্যটি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে অব্যাহতি দেয়া হলো।
আরও পড়ুন: দিনাজপুরে জনতার হাতে ওএমএসের চাল জব্দ
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, চিঠির কথা শুনেছি। তবে আমার কাছে কোনো চিঠি আসেনি। কিংবা অফিসিয়ালি আমাকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার বলেন, ওএমএসের চাল উদ্ধারের বিষয়ে জেলায় তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আবু হেনা মোস্তফা কামালের গোডাউন থেকে ওএমএসের চাল পাচার করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ১৪ বস্তা চাল আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চালগুলো জব্দ করেন।
এ সময় উপজেলার কলেজ বাজার এলাকার একটি দোকান থেকে ওএমএসের আরও চার বস্তা চাল উদ্ধার করে ইউএনও। জব্দ করা ১৮ বস্তায় সর্বমোট ৫৪০ কেজি চাল ছিল। সরকার ঘোষিত মূল্য অনুযায়ী এসব চালের দাম ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। কমিটিকে পরবর্তী ৭ দিনের ভিতর তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়।
]]>




