ওএমএসের চাল পেতে ভোগান্তি
<![CDATA[
ওএমএসের চাল কিনতে হলে ভোটার আইডিকার্ডের ফটোকপি জমা দেয়া বাধ্যতামূলক করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ওএমএসের চাল কিনতে আসা সাধারণ মানুষের।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর থানার ঘাট এলাকায় ওএমএসের চাল কিনতে এসে অনেকে অভিযোগ করে সময় সংবাদকে তাদের ভোগান্তির কথা বলেন।
কিছুদিন ধরে খোলা বাজারের চাল কিনতে হলে ভোটার আইডিকার্ডের ফটোকপি দেখানো বাধ্যতামূলক করায় অনেকে আইডিকার্ডের কারণে চাল না নিয়েই ফিরে যাচ্ছেন। এছাড়া দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল কেনার ভোগান্তি এড়াতে জন প্রতি ৫ কেজি চাল বরাদ্দকে আরও বৃদ্ধির আহ্বান জানান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষ।
আরও পড়ুন: ‘ঘুষ’ ছাড়া দলিল হয় না মাদারীপুরে সাব-রেজিস্ট্রার অফিসে
এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে জেলার ১৪৫টি ইউনিয়নের মোট ২ লাখ ৯৮ হাজার ৪৮টি পরিবারের মাঝে ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যৌথভাবে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রতি ৩০ টাকা দরে ৫ কেজি আটা ও ১৮ টাকা কেজি দরে ৩ কেজি করে আটা বিক্রি করা হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় ৩৩টি ওয়ার্ডে ১৭ জন ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।
]]>




