ওডেগার্ডের জোড়া গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
<![CDATA[
প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলে নিয়েই বিশ্বকাপ বিরতিতে গেল আর্সেনাল। কাতার বিশ্বকাপের বাকি আর সাতদিন। তাই ইউরোপিয়ান ক্লাব ফুটবল যাচ্ছে দীর্ঘ ছুটিতে। তার আগে শেষবারের মতো মাঠে নামছে ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে বিরতির আগে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষদল আর্সেনাল। তাতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়ল আরও।
শনিবার (১২ নভেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন দলটার নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি গোল দুটি করেন।
মলিনিউক্স পার্কে খেলতে যাওয়ার আগেই সুখবর পেয়েছিল গানাররা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে গেছে ঘাড়ে নিঃশ্বাস ফেলা ম্যানচেস্টার সিটি। সিটির ৩ পয়েন্ট হারানোর দিনে উলভারহ্যাম্পটনের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারী আর্সেনাল। তবে প্রথমার্ধে কোন গোল আদায় করতে পারেনি গানাররা।
গোলের জন্য গানারদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৪ মিনিট পর্যন্ত। গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক ওডেগার্ড। এ মৌসুমেই ক্লাবে যোগ দেওয়া ফাবিও ভিয়েরার পাস থেকে তিনি গোলটি করেন।
আরও পড়ুন:চেলসির হ্যাটট্রিক হার, টটেনহ্যামের রোমাঞ্চকর জয়
দারুণ খেলতে থাকা ওডেগার্ড ম্যাচ জুড়েই আর্সেনালের দখলে রাখেন মধ্যমাঠ। থেকে থেকেই আক্রমণে উঠে ত্রাস ছড়াচ্ছিলেন উলভসদের রক্ষণে।
৭৫ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল অধিনায়ক।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে গানাররা।
অন্যদিকে, ১৫ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম তলানিতে উলভারহ্যাম্পটন।
]]>




