ওয়ানডের প্রতিশোধ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নিলো ইংল্যান্ড
<![CDATA[
১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল যেন একসূত্রে গেঁথেছে। স্বাগতিক এক, ভেন্যুও এক। দুই প্রতিপক্ষও এক। অমিলটা শুধু হার-জিতে। ১৯৯২ সালে পাকিস্তানের কাছে হেরেছিল ইংলিশরা। ওয়ানডের বিশ্বকাপের ফাইনালে সেই হারের প্রতিশোধ ইংল্যান্ড নিলো টি-টোয়েন্টি দিয়ে।
রোববার (১৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। ৮ উইকেটে পাকিস্তানের ১৩৭ রানের জবাবে পুরো ১ ওভার হাতে রেখে লক্ষ্য পেরিয়েছে জস বাটলার বাহিনী। জয়ী দলের হয়ে বেন স্টোকস ৫২, বাটলার ২৬, হ্যারি ব্রুক ২০ ও মঈন আলি ১৯ রান করেন। পাকিস্তানের ইনিংসে শান মাসুদ ৩৮, বাবর আজম ৩২ ও শাদাব খান ২০ রান করেন। ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্যাম কুরান।
আরও পড়ুন: স্টোকস হারিয়েছিলেন, স্টোকস জিতিয়েছেন
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান জিতেছিল ২২ রানে। ৫ উইকেটে পাকিস্তানের দেয়া ২৪৯ রানের জবাবে ২২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ইমরান খান ৭২, জাভেদ মিয়াঁদাদ ৫৮, ইনজামাম উল হক ৪২ ও ওয়াসিম আকরাম ৩৩ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ডেরেক প্রিঞ্জল। একটি করে উইকেট পান ইয়ান বোথাম ও রিচার্ড ইলিংওর্থ।
আরও পড়ুন: হেসেখেলে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইংল্যান্ডের ইনিংসে নেইল ফেয়ারব্রাদার ৬২, অ্যালান ল্যাম্ব ৩১, গ্রাহাম গোচ ২৯ ও ডেরেক প্রিঞ্জল ১৮ রান করেন। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন ওয়াসিম ও মুশতাক আহমেদ। আকিব জাভেদ ২ট ও ইমরান খান একটি করে উইকেট পান।
]]>




