ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস নিয়ে টেস্টে লড়তে চায় টাইগাররা
<![CDATA[
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বুধবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচ সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দল। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস ধরে রেখে সাদা পোশাকেও শেষ পর্যন্ত লড়াই করে যেতে চায় টাইগাররা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। এদিকে ওয়নাডে সিরিজ হারের প্রতিশোধ নিতে সেরা পারফরম্যান্সে চোখ ভারত অধিনায়ক কে এল রাহুলের। অনুশীলনের ফাঁকে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। এবার লড়াই সাদা পোশাকের। শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে টেস্টের মিশন আরও কঠিন।
সিরিজের প্রথম টেস্ট সাগরিকায়। যে ম্যাচ সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কঠোর অনুশীলন টাইগারদের। দীর্ঘ ৬ মাস পর টেস্ট ক্রিকেটে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব-মুশফিরা।
সেরা কম্বিনেশনের খোঁজে রাসেল ডমিঙ্গো। টপ অর্ডার ব্যাটিং নিয়ে ভাবতে হচ্ছে হেড কোচের। জয়-শান্তদের কাছ থেকে ভালো সূচনার আশায় স্বাগতিকরা। ভারতের বিপক্ষে টেস্টের রেকর্ড একেবারেই ভালো না। যদিও সেসব মাথায় রাখতে চায় না টিম বাংলাদেশ। সমানে সমান লড়াই করতে চায় ম্যাচের শেষ পর্যন্ত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
টাইগার পেসার তাসকিন আহমেদ সোমবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘উইকেটে যেহেতু তেমন কিছু থাকবে না, বেসিক জিনিসটাই ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। বল পুরোনো হলে রিভার্স সুইংয়ের চেষ্টা করতে হবে। আমরা ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে বল করলে ভালো করার সম্ভাবনা আছে।’
এদিকে ওয়ানডে সিরিজ হারের পর টেস্টে জয় পেতে মরিয়া ভারত। ইনজুরিতে প্রথম টেস্ট মিস করবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে নেতৃত্বে লোকেশ রাহুল। ব্যাটিং লাইনআপে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত সুপারস্টার বিরাট কোহলিও। সাদা পোশাকের এ সিরিজেও দাপট ধরে রাখতে চায় জায়ান্টরা।
সংবাদ সম্মেলনে লোকেশ রাহুল বলেন, ‘রোহিত শর্মা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও আমাদের দলের অধিনায়ক। তাই আমরা তাকে মিস করব। আমরা আশা করছি যে তিনি দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরবেন। বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি টেস্ট ম্যাচে তাকে আত্মবিশ্বাস দেবে। তিনি এতদিন ধরে দলে আছেন এবং তিনি খুবই অভিজ্ঞ খেলোয়াড়।’
আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের জন্য কী পরামর্শ আশরাফুলের
রাহুল যোগ করেন, ‘আমরা জানি প্রত্যেক খেলোয়াড়ই প্রতিদিন তার দেশের হয়ে খেলবে। আমাদের ক্রিকেট উপভোগ করা সত্যিই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি চিন্তা না করাই ভালো।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সিরিজের ট্রফি উন্মোচন ও ফটোসেশনে হাস্যোজ্জ্বল ছিলেন দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রাহুল। মাঠের লড়াইয়ে কার মুখে থাকবে শেষ হাসি, সেটাই এখন দেখার পালা।
]]>