ওয়াসিম ঝড়ে এমআই এমিরেটসের শুভসূচনা
<![CDATA[
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি) প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ঝড়ে শারজাহ ওয়ারিয়র্স পাত্তাই পায়নি তাদের কাছে। এমআইয়ের জয় ৪৯ রানের বড় ব্যবধানে।
শনিবার (১৪ জানুয়ারি) আবুধাবিতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০৪ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে শারজাহ। ৩৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন ওয়াসিম।
আরও পড়ুন: রোনালদো ভক্ত রবিউলের দুঃখ ‘বাবা নেই’
শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়াসিম ছাড়াও এমিরেটসের হয়ে নিকোলাস পুরান ও ডোয়াইন ব্রাভো। পুরান ৩০ বলে ৪৯ রান করেন। ব্রাভো ১০ বলে খেলেন ২১ রানের ক্যামিও ইনিংস। বাকিদের মধ্যে কেইরন পোলার্ড ২২, আন্দ্রে ফ্লেচার ২২ ও উইল স্মিদ ২ রান করেন। শারজাহর হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও জুনাইদ সিদ্দিকি। এক উইকেট পান মোহাম্মদ নবি।
আরও পড়ুন: শোয়েবের কাঁধে চড়ে জিতল রংপুর, খুলনার টানা তৃতীয় হার
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে শারজাহ। ক্রিস ওকস ২৯ বলে ৬২ ও রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪৩ রান করার পরও তারা হারে বড় ব্যবধানে। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান তাহির। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও ডুয়াইন ব্রাভো।
]]>




