বাংলাদেশ

ওয়াকফ প্রশাসনকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

<![CDATA[

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগাতে হবে। এক্ষেত্রে যেসব সমস্যা ও চ্যালেঞ্জসমূহ ইতোমধ্যে চিহ্নিত হয়েছে, সেগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী শেণিতে বিভাজন করে কার্যকর ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনকে একটি আদর্শ সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নীত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের নীতি সহায়তা, অর্থ ও জনবল সহায়তার প্রয়োজন রয়েছে। যুগোপযোগী নীতি ও আইনি কাঠামো, পর্যাপ্ত দক্ষ ও যোগ্য জনবল এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা একটি টেকসই ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা প্রশাসন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত ‘একটি টেকসই উন্নয়ন ভাবনা: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সম্ভবনা ও সমস্যা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : হজের জন্য বয়সসীমা পরিবর্তন হচ্ছে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মাদ আব্দুল আওয়াল হালাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াকফ প্রশাসক  খান মো. নুরুল আমিন। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য- সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মুহা. মুনীম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এ দেশের বিশাল ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর আবেগ ও বিশ্বাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সাথে মুসলমানদের  ইহকালীন ও পরকালীন কল্যাণ ভাবনা জড়িত।

আরও পড়ুন : মহানবীর আদর্শ মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আসলেও আইনগত, প্রশাসনিক ও জনবল সীমাবদ্ধতার কার্যকর ও স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিষ্ঠানটির অমিত সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

প্রতিমন্ত্রী বলেন, আজকের সেমিনারে উপস্থাপিত  মূল প্রবন্ধ এবং আলোচকবৃন্দের  আলোচনা, মতামত ও সুপারিশ সমূহ বিবেচনায় নিয়ে এ প্রতিষ্ঠানকে যুগপযোগী, কার্যকর ও জনকল্যাণমুখী করে টেকসই উন্নয়নের পথে পরিচালিত করা হবে।

সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্ম, আইন, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় এবং ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!