কক্সবাজারে অস্ত্র মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
<![CDATA[
কক্সবাজারে অস্ত্র মামলায় নুরুল আলম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল আলম টেকনাফর উপজেলার শামলাপুর জাহাজপুরা এলাকার ইজ্জত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নুরুল আলম পলাতক রয়েছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল ইসলাম বলেন, ২০১৭ সালের ২৩ মার্চ র্যাব-৭ এর একটি দল শামলুপার নতুনপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি নুরুল আলমকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে আস্তানা থেকে আরও তিনটি বন্দুক, একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
]]>




