কক্সবাজার জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির
<![CDATA[
কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।
শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।
আরও পড়ুন: খুলনা বার সভাপতিসহ তিন আইনজীবীকে ভর্ৎসনা হাইকোর্টের
তিনি বলেন, সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে রোববার (২৭ নভেম্বর) থেকে জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না কোনো আইনজীবী। বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ ও নাজেহালের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আইনজীবী সমিতির নেতারা কথা বলেন। এরপরও ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
]]>




