কচুয়া উপজেলা আ. লীগ সভাপতি শিশির, সম্পাদক সোহাগ
<![CDATA[
ত্রিবার্ষিক সম্মেলনের দশদিন পর কাউন্সিলরদের গোপন ভোটে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজাহান শিশির। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী সোহাগ এর আগেই কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মনোনীত হন। যে কারণে ওই পদে নির্বাচন হয়নি।
এদিকে, সভাপতি পদে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর ছিলেন ৪৮৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শাহজাহান শিশির। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ১৫৬ ভোট পেয়েছেন সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও মো. হুমায়ুন পেয়েছেন ৫৫ ভোট। ৪৮৬ ভোটের মধ্যে কাস্ট হয় ৪৫৩ ভোট। এর মধ্যে এক ভোট বাতিল হয়।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত সব অর্জন ধ্বংস করতে চায়: কামরুল ইসলাম
নির্বাচন পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ ডিসেম্বর কচুয়া উপজেলার হযরত নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
ওই দিন কমিটি ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে কমিটি করার জন্য নির্দেশনা দিয়ে যান।
]]>




