কন্ডিশনার কখন ব্যবহার করলে বেশি উপকার?
<![CDATA[
স্বাস্থ্যকর, সুন্দর ও সিল্কি চুলের জন্য অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন। কন্ডিশনার মূলত চুলের আগার যত্ন নেয়। সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার না করলে তা অতিরিক্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়। কন্ডিশনার চুলের গোড়ায় লাগানোর ভুলেই এই সমস্যা বেশি দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কখন আপনি কন্ডিশনার ব্যবহার করবেন- শ্যাম্পু করার আগে নাকি পরে?
অনেকেই মনে করেন, শ্যাম্পু করার পর কন্ডিশনারের ব্যবহার সবচেয়ে ভালো। ভুল কিছু নয়। তবে এর উল্টো পথেও ব্যবহার করা যায় কন্ডিশনার। অনেক ক্ষেত্রে শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগালে তা চুলে থেকে যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু করার আগে কন্ডিশনার লাগিয়ে নিলে চুলের ঘনত্ব বাড়ে।
রোজ রোজ শ্যাম্পু করলে অনেক সময়ই চুলের আগা ভেঙে যায়। কিন্তু তার জন্য কন্ডিশনারের ব্যবহার বন্ধ রাখার যুক্তি নেই। শ্যাম্পু না করেও চুলে কন্ডিশনার ব্যবহার করা যায়। চুলে রং করালে একটু বাড়তি যত্ন প্রয়োজন। তাই এক্ষেত্রে জরুরি ‘ডিপ কন্ডিশনিং’। রং করানোর পর মাস্ক লাগালে রঙের স্থায়িত্ব বাড়ে। আর মাথার ত্বকের কিউটিকলও সুরক্ষিত থাকে।
আরও পড়ুন: ঘরেই তৈরি করুন চুলের কন্ডিশনার
চুলের হারিয়ে যাওয়া পুষ্টিগুণ ফিরে পেতে কন্ডিশনিং হল অব্যর্থ উপায়। রোজের ব্যস্ততায় নিয়ম মেনে সব সময় কন্ডিশনার ব্যবহার করা হয় না। অনেকেরই মনে হয়, ভেজা চুলে ক্রিম লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ হয়ে গেল। কন্ডিশনারের ব্যবহার কিন্তু এত সহজ নয়। শ্যাম্পুর পরে কন্ডিশনারের ব্যবহার সবচেয়ে ভালো, তেমনটাই মনে করেন অনেকে। ভুল কিছু নয়। তবে এর উল্টো পথেও ব্যবহার করা যায় কন্ডিশনার।
]]>




