কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক
<![CDATA[
পটুয়াখালীতে কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী। সম্প্রতি কলাপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযুক্ত স্বামী আমিরুলের মা কানন বেগম জানান, তার ছেলে মানসিকভাবে অসুস্থ। আর পুলিশ বলছে, অভিযোগের
বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: লুঙ্গি ধুতে দেরি হওয়ায় স্ত্রীর চুল কেটে তালাক
ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামী বাড়ির লোকজন কোনোভাবেই মানতে পারছিলেন তার কন্যাসন্তানকে। এর জের ধরে গত ২ ডিসেম্বর তাকে নির্যাতন করে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্বামী ও তার পরিবার। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠলে তাকে ডিভোর্স লেটার পাঠান আমিরুল। এর আগেও আমিরুল আরও তিনটি বিয়ে করেছেন। নির্যাতনের কারণে তারা সংসার করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বিয়ে-তালাকে বাড়ল নিবন্ধন ফি
অভিযুক্ত আমিরুলের মা কানন বেগম বলেন, ‘আমার ছেলে মানসিকভাবে অসুস্থ। আর আমি পুত্রবধূকে নির্যাতন করিনি।’
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>




