কমেছে কাঁচা মরিচের দাম
<![CDATA[
সরবরাহ বাড়ায় হিলির সবজি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। প্রতি ৫ কেজির পাল্লা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। মাত্র কয়েক সপ্তাহ আগেও এ কাঁচা মরিচের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে, বেড়েছে বেচাকেনা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাজারে গিয়ে দেখা যায় প্রত্যেকটি সবজির দোকানে ডালি ডালি কাঁচা মরিচ আর ক্রেতারা কেজিতে কেজিতে কিনছেন।
বাজারে কথা হয় সবজির দোকানদার আলমগীরের সঙ্গে। আলমগীর বলেন, সবজি বাজারে সব থেকে কম দাম বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচা মরিচের। প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকা এবং পেঁয়াজের কেজিও ২০ টাকা। দাম কমার কারণে বেড়েছে বিক্রি।
আরও পড়ুন: সাবান-ডিটারজেন্টের দাম কোথায় গিয়ে ঠেকবে?
সবজির আরেক দোকানদার তারেক বলেন, ক্রেতারা যখন দোকানের সবজি কিনতে আসেন প্রথমে জিজ্ঞেস করেন কাঁচা মরিচ-পেঁয়াজের দামের কি অবস্থা। দাম যখন কম হয় তখন অন্য সবজির দাম তারা জিজ্ঞেস করেন না। যে কারণে আমাদের বেচা-বিক্রি বেড়েছে।
বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দাম যে ভাবে হু হু করে বাড়ছে, তাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলো খুব হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ আর পেঁয়াজের দামটা একটু নিম্নমুখী, তাছাড়া প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আলুর কেজি ৩০-৩৫ টাকা, যে আলু কদিন আগেও ছিল ২০ টাকার নিচে।
]]>




