কর্ণফুলীতে জাহাজডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৮
<![CDATA[
কর্ণফুলীতে ডুবে যাওয়া এফবি মাগফিরাত জাহাজ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জাহাজডুবির ঘটনায় চিকিৎসাধীন একজনসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া ফিশিং জাহাজটি ৬০ ঘণ্টা পর উদ্ধারকারী নৌযানের সহায়তায় শুক্রবার মধ্যরাতে টেনে নদীর তীরে সরিয়ে নেয়া হয়। পরে জাহাজের ইঞ্জিনরুম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
গত ১১ অক্টোবর কর্ণফুলীতে ‘এফভি মাগফিরাত’ নামের একটি ফিশিং জাহাজ ডুবে যায়। রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর ডকইয়ার্ডে জাহাজটি নোঙর করার সময় হঠাৎ জাহাজের পাখা ভেঙে যায়। মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। মূলত জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দুই জাহাজের সংঘর্ষে ৪ নাবিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২
সে সময় ফিশিং জাহাজে থাকা ২১ জনের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ক্যাপ্টেন ফারুখসহ বাকিরা নিখোঁজ ছিলেন। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে কর্ণফুলী নদীর বিভিন্ন জায়গা থেকে ক্যাপ্টেন ফারুখসহ পাঁচজনের লাশ উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। এর বাইরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন আরও একজন। আর শুক্রবার মধ্যরাতে পাওয়া যায় আরও দুজনের মরদেহ।
]]>